অদ্ভুত সন্ধ্যা আসুক একদম শৈশবের বিদ্যালয়ের
দেয়ালের আঁকা পেইন্টিংয়ের মত
রঙ্গীন হয়ে উঠুক নতুন দিনের আকাশ,
নাক যেন কবেকার বিষাক্ত হয়ে গেছে
পায় না আর সুঘ্রাণ, হোক সেটা ফুলের সুবাস,
অনেক দিন মস্তিষ্ক অনুভব করে না
আর কোন রোমাঞ্চকর দৃশ্য ,
আহা আরেকটি সন্ধ্যা, এক কাপ চা তার সাথে প্রকৃতির নীরবতা,
বৃষ্টি হলে তার ছন্দের তালে হিমেল হওয়া
বয়ে উঠত এক রাশ সস্তি, শতাব্দি যেন অপেক্ষায় ওই সুদূরে...