তুমি আমার প্রিয়সী, শেয়সী, কামিনী,
তোমার জন্য আমি এক যুগ অনাহারী।
এই শীতে তুমি এসো, এসো রে বন্ধু,
প্রেমের ঘরে নিরবে নিবৃত্তে,
উষ্ণ অভ্যর্থনা দিলাম এই খোলা চিঠিতে,
ভালোবাসা জড়িয়ে রইল প্রতিটি অক্ষরে।