এখন বসন্তকাল যেন ফুলের সুভাস
গাছের নতুন পাতা, লতা গজাতে ভয় পায়,
ভোরের কাক ও যেন সূর্য উদয়ের বার্তা দিতে সচেতন,
বাতাস যেন বয়ে বেড়াতে লাজুক,
নদী যেন মৃত, প্রকৃতি যেন কিসের অপেক্ষায়?
নির্বাক হয়ে বসে আছে বিরাট হট্টগোল এড়াতে,
চারিদিকে অস্থিরতা, সময় একদম থমকে,
অদ্ভুত ও ভূতূড়ে আঁধার নিয়ে আশপাশ!
একটু হারিকেনের আলো জ্বলে উঠবে কখন?
সেই অপেক্ষায়  তেপান্তর পেরিয়ে ঝাউ বনের পাশে
চিলে কুঠার ঘর থেকে এক আর্তনাদ
ললনা কিংবা এক বিধবার।