এই যে তুমি থেকে ও নেই
তাতে যান্ত্রিক পৃথিবীর কি কোন সমস্যা হচ্ছে, আমার তো মনে হয় না,
পৃথিবী সেই পুরোনো রূপরেখা বয়ে সভ্যতা আরো বিকশিত হয়ে,
যে যার চিরচেনা আদিম ধ্বনি মুগ্ধতার পরশে ঠিক চলছে,
অথচ কথা ছিল তোমার আমার ইন্দ্র আর মোহের ইর্ষায় জ্বলেপুড়ে খাক হবে ওরা,
তা আর হল কোথায়, চাইলে তো হিমালয়ের বিশালতা বুকে নিয়ে, আমি তুমি হাজার বছরের আরাধনা কিংবা ধ্যানে লিখে ফেলতাম অবশিষ্ট না পাওয়া সেই আর্তনাদে কল্লোল,
তা কি আর হল?