সমাজের গাঢ় অন্ধকারে বাঁধা যে মন,
মুক্তির পথ কোথায়, কে জানে তার ঋণ।
শতাব্দীর অভ্যাস, চাওয়া আর চাওয়া,
এই চাওয়ার মাঝেই সব স্বপ্ন গিয়েছে ভাওয়া।

জীবনের মুনাফা, হিসেবের দামে,
তবুও কি সুখ খুঁজে, মন শূন্যতায় থামে?
কেউ কি জানে কবে হবে পথের শেষ,
কোথায় মিলবে শান্তি, যেখানে নেই ক্লেশ?

শান্তির পথের সন্ধানে আমি মগ্ন,
নিজেকে দিলাম উৎসর্গ, রেখে সকল অগ্ন।