ভেবেছিলাম নির্জনে জ্বালাবো মোমের বাতি
মাটির পোতুলা পুড়িয়ে করব খাঁটি,
অনায়াসে পার করব এক রাএী
আজ বুঝি সেই চাওয়া ছিল ভুল,
আগুন নিয়ে ছেলে খেলায় আমি ছিলাম বিভুর  
এখন দাবানলের হানা, বিরাট অগ্নিকাণ্ডে
পোড়ে পোড়ে ছাই আমার বেলা
ভেবেছিলাম এটুকু আগুন আমার শরির অব্দি আসবে না,
অথচ দেখলাম আগুনের বেশ প্রিয় আমার গা,
চিতার মত জ্বলতে তার ভালো লাগে
বেশ এই নিশিতে একা।