ঘনিয়ে আসছে ফাগুন বা ঋতুরাজ বসন্ত,
যাচ্ছে চলে মাগের হাড়ভাঙ্গা শীত,
আসছে গাছে গাছে মুকুল, সুভাষ দিচ্ছে তার ফুল,
প্রকৃতির গর্ভে আমাদের দেশ,
একেক কালে একেক স্বাদে রপসী বাংলাদেশ
তোমার কুলে রেখে মাথা পাই আমি উষ্ণ, কোমল
মায়ের হাতের স্পর্শ, যেমন করে আমি কাটাতাম বেলা
একদম শিশু কালে ঘুমের ভুবনে,
তুমি মাতৃভূমি আমার হৃদয়ের মর্মকুটিরে।