কিছুক্ষণের জন্য হলে ও একটু কাছাকাছি থাকি,
আমি বিখ্যাত ইংরেজ কবি জন ডানের
মত বলব না যে, সূর্যের আলো আমাদেরকে বিরক্ত করছে,
আমি চাইবো যে, সূর্যের আলো আরও বেশি তোমার গায়ে এসে লাগুক,
যাতে তোমায় আলো'র রূপে দেখতে পাই।
কিছুক্ষণের জন্য হলে ও
অন্ধকার কিংবা আলো,
যেটাই থাকুক,
আমি বলতে চাই,
বিরক্ত নয়,
বরং চল উপভোগ করি,
'প্রণব পরবাস'
যেখানে তুমি আমি এক সত্ত্বাতে জাগ্রত হব।
চল ভুল করি, একটু সুখ-দুঃখের আলিঙ্গনে,
তোমার সাথে কিছুক্ষণের জন্য হলেও,
সাধনায় আমার ভাঙা কুটিরে
তোমার আগমন হোক
অল্প কিছুক্ষণ অন্ত ত্ব,
এই মিনতি কিংবা কামনায়।