তোমার লাল নীল কিংবা বাহারি রঙের
মিশ্রিত শাড়ি গায়ে,
খোঁপার ফুলের সুবাসের আলোড়নে
আমি হব ব্যাকুল।
হাতে কাচের চুড়ি, এই ব্যাস,
আমি চুপটি করে বসে রব তোমার ঠিক পাশে,
বা কিংবা ডান—
দুই দিক থেকে দেখার সুযোগ নেব রূপ দেখার লোভে।
পারলে একটা টিপ দিয়ো কপালে,
এতটুকু হলে পায়ে নূপুরের শব্দের
আরেক লোভ সামাল দেব কীভাবে?
যখন হাঁটতে ইচ্ছে হবে!
প্রকৃতির কাছে চাইবো,একটু আধটু হিমেল হাওয়া দিয়ে দিতে।
আলতো বাতাসে হিমভাবে তোমার সঙ্গে।
জীবনে এত অভিলাষ এক দিনে,এক বিকেলে, অথবা সন্ধ্যা-লগ্নে!
আর দূর না যাই,তুমি হয়তো বুঝে ফেলবে।
এক রজনী চাঁদ দেখে দেখে গল্প করতে
ইচ্ছে জেগে উঠবে।
সে না হয় হবে, না হয় না!
এতটুকু পেলে আর বাকিটুকু রেখেই বা কী ক্ষতি!
একটু না হয় পেলাম অনুভূতি।