ভোরের কুয়াশার হিম শীতের মতো
সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ শীতল হচ্ছে,
আমার উত্তপ্ত মস্তিষ্ক একদম নীরব।
মনে হচ্ছে আমি যেন প্রকৃতির কোলে সবচেয়ে শান্তির মানব।
আমি এখন কিছুই ভাবতে পারছি না;
মনে আসছে না জীবনের কোন হিসেব
যে হিসেবের জন্য পৃষ্ঠা পর পৃষ্ঠা অঙ্ক কষতে হত, এ যেন সহজ-সরল এক জীবন। আমি যেন এমন এক বাগানে শুয়ে আছি, যেখানে কেবল সুবাস—অপূর্ব সুন্দর।
আমি কি কেবলই সদ্য ভূমিষ্ঠ হলাম, নাকি সমস্ত দায় মিটিয়ে জীবনের সাথে আপস করলাম? ভাবতে পারলে হয়তো বুঝতাম, হিম শীতল দেহের রক্ত কণিকা ও
আমি কি ক্লান্ত? এ দেহের ভিতরে, না কি বাইরে? যেমন আছি, তেমন থাকা কি উচিত, নাকি জেগে উঠে এর রহস্য উদ্ঘাটন করব?
মানুষ বরাবরই রহস্যপ্রিয়—অজানাকে জানার তীব্র কামনা।
এত আহাজারি, জীর্ণ-শীর্ণ জীবনের থেকে এটাই তো ভালো।
রহস্য একটা রয়ে গেল এই জীবনে।
বোধ হয় আমার এই শান্তির উৎস খুঁজে পাওয়া ঠিক হবে না।
হয়তো যিনি পাঠিয়েছেন, তিনিই দিয়েছেন। মালিকের নিয়ামত অফুরন্ত। সব কিছু জানতে নেই। এই সময় থাক, যেমন আছি তেমনই থাকি।
আচ্ছা, কেমন আছি? প্রশ্ন কেবল প্রশ্নই থাকল?
রিয়াজ রহমান,
সিলেট বাংলাদেশ /১০/১০/২৪ইং
rahmanriaj71@gmail.com
০১৭০৭২১৪২৩২
Master of business administration
BA in English literature.