আচ্ছা তুমি কি ঝুম বৃষ্টিতে হাঁটবে আমার সাথে?
ছাতা মাথায় নয়,
এলোমেলো খোলা চুলে, নগ্ন পায়ে।
বিচ্ছিরি ক্লান্তি আর রাজ্যের তাড়া নিয়ে নয়,
মুক্ত মনে দুহাত বাড়িয়ে
বৃষ্টিকে আলিঙ্গন করবে।
হাসছো তুৃমি?
বৃষ্টিকে আলিঙ্গন করা যায় না বুঝি?
যায়।
জগতের সত্য সুন্দর সবকিছুকেই যায়।
আলিঙ্গন তাহলে আর
শরীরের মাঝে সীমাবদ্ধ থাকে কি করে?
আচ্ছা তুমি কখনো রাতের খোলা আকাশ দেখেছো?
খোলা আকাশের পূর্ণিমা চাঁদ
ঠিক যেনো তোমার আন্দজ করে পরা টিপটার মতো।
টিপের সাথে বকুলের মালার সুঘ্রাণ
আর জোস্ন্যা স্নান।
আকাশ বেয়ে জীবনের সৌন্দর্য যেনো -
আলিঙ্গন করছে তোমায়, আমায়।
তারপর ও কি তোমার দুঃখ থাকবে?
শুভ্রতার কাছে তো আঁধারকে হার মানতেই হবে-
সবসময় চিরকাল।