আমার হাতের মুঠোয় শুক্তিবীজ;
রাতের শহরের ক্যান্ডেল মার্চ,
নগ্ন নক্ষত্রদের শরীর প্রদর্শন।
ছেঁড়া চটি পায়ে অনন্তের যাত্রী,
কাঁধে কবিতার কফিন,
আলো-আঁধারি পথ,
শব্দ সন্ধান...
সময়ও জিরিয়ে নেয় দু'দন্ড।

হ্যাঁ, আমার হাতের মুঠোয় শুক্তিবীজ;
রাতের শহর কবিতা লেখে,
অনন্তের গায়ে নতুন কিংখাব।
মধ্যরাত্রি, পূর্ণচন্দ্র, জ্যোৎস্না
আর ধর্ষিতার যৌনসুখ;
বাঙ্ময় নীরবতা,
শান্তির শ্লোগান,
ঠোঁটকাটার ঠোঁটে সেলাই।

চলো, দু'পেয়ালা পান করা যাক;
চাঁঁদ, তারা আর আঁধারের ককটেল হাতে
দু'জনে পাশাপাশি-
রাতের পর রাত দিব্যি কেটে যায়।
এখনও আমার হাতের মুঠোয় শুক্তিবীজ।