এলো খোঁপা, দিঘল আঁখি, গালে টোল
আর উন্নত স্তন; ঠিক যেমনটি হলে
নারী তোমার প্রেয়সী,
ঠিক যেমনটি হলে তুমি নারীর হৃদয় টের পাও
ঠিক তেমনটি...

গভীর(?) নাভিগহ্বরে অবগাহন সেরে
এখন তুমি ক্ষণিক কৌতুকে হৃদয়ের অতলে(!)
ডুব দিতে চাও।
শুকনো নদীর জলে আচমন সেরে
প্রেয়সীর পুজো করতে উদ্যত হও।
প্রেয়সী দেবী না হয়ে বরং লাস্যময়ীই থাক।
স্নানসিক্ত শরীরে কামনার উষ্ণতা,
আর তর্পণে থাক এক অঞ্জলি ভালোবাসা;
ঠিক যেমনটি না হলে তুমি নারীর হৃদয় টের পাও না
ঠিক তেমনটি না হলেও...


(#আসরের কবি মলয় গাঙ্গুলী কে অনেক ধন্যবাদ।)