শর্ত নামক যূপকাষ্ঠে বারবার গলা রেখেছি,
আজও আমি জীবিত।
ত্রয়োদশী'র চিৎকারে নৈঃশব্দ্য বিরাজ করে।
ষোড়শী'র চিৎকার বজ্রসম,
সে ঘৃণা করতে জানে।

সমাজ 'মূকাভিনয়' বড় ভালোবাসে।

রাস্তার মাংসলোভী কুকুরগুলো বহুরূপী;
কখনও নেড়িকুত্তা,
কখনও অ্যালসেশিয়ান।
তবে দু'জনেই মাংস-প্রেমী।
অন্ধকারে চোখগুলো জ্বলে ওঠে।

সন্ন্যাসী 'শৌনিক' আজও মাংস বেচে পেট চালায়।

হাত কেটে দেখি-
আমার রক্ত আজও লালই আছে।
ব্যথায় আমার কবিতার শরীর নীল হয় না।
ভালোবেসে কবিতা লিখতে চাওয়া;
কিন্তু কলম বারবার ঘৃণাতেই উঠল।

হে শৌদ্ধোদনি, আমার ঘরে তোমার মূর্তি নেই।