হায়রে তোর ভালোবাসা!
হায়রে তোর পোড়াকপালী মন!
মনের আবার কীসের কপাল?
অন্যকে খাওয়াতে গিয়ে -
শুধু নুন ছাড়া পান্তা না, পান্তা'র জল ও ফুরোয়।
তুই এখন সরষে ফুলকে
গোলাপ দেখিস।
সবই ভালোবাসার মহিমা।
না খিদের?
মনে আছে সেই গোলাপ গাছ?
কোন এক হাটুরে'র কাছে সেটা কিনেছিলি।
তুই সব দায়িত্ব মালিকে দিয়ে নিশ্চিন্ত হলি;
মালি গাছে জলই দিল না।
অন্ধবিশ্বাস!
অন্ধপ্রেম! অন্ধবিশ্বাস!
চোখ গুলো কাকে দিয়ে তুই অন্ধ হলি?
শুধু বিশ্বাস করলে কী ক্ষতি হত?
হত বইকি।
আজ রাতের এই কাব্যিক আক্ষেপ
বাক্স-বন্দীই থেকে যেত।
অবহেলা অলঙ্কৃত গাছের শেষ গোলাপ-
ঝড়েই গেল।
বিশ্বাসের অন্ধত্বের মহিমা!
বিশ্বাসের আবার কীসের চোখ?
এবার দেখি সরষে গাছে কুড়ুলের আঘাত।
শুকিয়ে যাওয়ার আগেই এক মুঠো সরষে ফুল
তোকে দিয়ে গেলাম।
মালা গাঁথার অনুপযুক্ত।
তবুও......
তুই নিবি তো??