হারানোর আরেক নাম যদি আগষ্ট বলি,
ইতিহাসের পাতায় তবে শোকের কোলাহুলি!
১৫ই আগষ্ট দেশদ্রোহী আর পথভ্রষ্ট বাংলা হানাদার;
বাঙালির বুক করেছে চুরমার।
গ্রেনেড গুলি আর দেশদ্রোহীদের বর্বরতা,
বঙ্গবন্ধু ও তাঁর পরিবার হলো হত্যা!
১৫ই আগষ্ট হারিয়েছি বঙ্গবন্ধু,
সপরিবার সহ।
হারিয়েছি যত ;
এই মাসেই অসংখ্যাত।
৭ই আগষ্ট রবি ঠাকুর ;
২০আগষ্ট বীরশ্রেষ্ঠ মতিউর।
সেই মাসে তেই,
জাতীয় কবি নজরুল ;
হারিয়ে হয়েছি শোকে ব্যাকুল।
আগষ্টের ১৭তে একযোগে বোমা হামলা;
বিরল তা, ইতিহাসের স্বাধীন বাংলা!
২১তারিখে গ্রেনেড হামলা,
বঙ্গকন্যা শেখ হাসিনার-ই উপর!
মরণ হানা দিল সেদিন,
আইভি রহমান পরাপর।
আগষ্ট নামের এই মাসে
শোকে বাঙালির নয়নে জল আসে,
হারিয়েছি যত এই মাসে।
শোক পরিপূর্ণ প্রতিটি দিবসে