১৯৮৩ সালের ৫ অক্টোবর,
বাংলাদেশের জন্যে ছিল সুখবর !
সেদিন জন্মেছিল ক্রিকেটের মাতবর ।
নড়াইলের আকাশে, বাতাসে ছিল সুখবর ,
জন্ম নিয়েছে হামিদা মর্তুজার কোলে ক্রিকেট মাতবর ।
পিতা গোলাম মর্তুজা,
রাখলেন নাম মাশরাফি বিন মর্তুজা ।
দেশের জন্যে লড়ে যা !
ক্রিকেট প্রেমিক ঐ ছেলেটি,
কৌশলে ঘুড়ায় বলটি ।
পতন ঘটে উইকেট'টি ।
দর্শক হয় উচ্ছাসিত,
ম্যাচ জয়ে তা প্রত্যাশিত ।
মাশরাফি মোদের অধিনায়ক,
বাংলাদেশের মহানায়ক ।
বাংলাদেশের ঘড়ে এমন ছেলে,
হার মেনে যায় ব্রাজিলের পেলে ।
বাঘের মতো করে বল,
প্রতিপক্ষ হয় দুর্বল।
হাঁটুতে তাঁর ইঞ্জুরি,
দেশকে জয় এনে দিতে সব মুঞ্জরী ।
মাশরাফি, মাশরাফির মতো ;
তাঁর সাথে তুলনা চলে না কারো ।
জয় বাংলা বলে আগে বাড়ো.....