পোষা ঐ কবুতর'টা,
আদান -প্রদান করতো যোগাযোগ'টা ।
কাল ক্রমে আসলো টেলিফোন,
কেড়ে নিলো মানবের মন।
তারের সাথে তার যুক্ত,
মানবের সাথে মানবের যোগাযোগ হতো সংযুক্ত ।
আসলে ফোন, বাজতো টোন।
বাজতো রিং রিং শব্দ,
উৎসাহে হতাম জব্দ।
হতো কথা, যথা-তথা ;
কেমন করে হলো খারাপ মাথা ?
আসলো বাজারে মার্টিন কুপারের মোবাইল ফোন,
কেড়ে নিলো ফের মানবের মন!
নেই তার,
পকেট থেকে করি আমি বার ।
এ কেমন কারবার ?
আছে তার টাওয়ার,
তাতেই তার পাওয়ার ।
প্রেরণ করি বার্তা,
গ্রহণ করি বার্তা,
বেড়ে যায় যোগাযোগ মাত্রা!
একের পর এক সাজ,
বেড়ে যাচ্ছে মোবাইলের রাজ ।