ওই যে দাঁড়িয়ে ওরা,
রেস্টুরেন্টে নিরলস খাটে তাঁরা ।
বিনিময়ে মালিক দেই দৈনিক ভাড়া,
কাজে তাঁদের শুধুই তাড়া;
জীবন তাঁদের ছারখারা।
আসে কাষ্টমার,
ঠেকিয়ে পাছায় চেয়ার;
ওমনি বেড়ে যায় গেয়ার!
চেচিয়ে কহে, ওই ম্যাচিয়ার,
তাড়াতাড়ি কর টেবিল ক্লিয়ার।
যা আন পানি,
মুহূর্তে ম্যাচিয়ারেরর জীবন টানাটানি ।
দৌড়ে তাই আনে পানি,
ভাবে বেচারি, বাঁচলো তাঁর জীবন খানি।
ইশ! এ কি এতোই কমদামি ?
ক্ষণিক পরে,
ওই ব্যাটা দেখিস কার চেহারা ?
আন পরোটা, সাথে ডাল ;
ম্যাচিয়ার বেচারি দেই নিরবে তাল।
তবুও মুখে নিয়ে হাসি,
পাষাণ কাষ্টমারকে করে খুশি ।
করেছে কি পাপ,
এদের ওপর মানুষের কেনোই এতো তাপ?
পাই শুধু মানসিক চাপ ।