ঠাকুরগাঁও এ যার ছিলো আরো বেশি দরকার,
তিনি আবুল হোসেন সরকার ।
অনন্য এক নাম,
দূরন্ত এক যোদ্ধা,
করি মোরা শ্রদ্ধা ।
যিনি অমর হয়ে থাকবেন,
হৃদয়ে মোদের বাঁচবেন ।
ধনগাঁও -এ জন্ম তাহার,
ঠাকুরগাঁও -এ দেখিয়ে বাহার,
মন কে কেড়েছে সবার !
ডাকতো সকলে কবি ভাই,
কবিতা তোমার চাই;
অনন্য কৃত্তি ছিল জন্যে তাই।
ছাত্র জীবন থেকে কবিতা লেখা,
এমন'টা যেথায়, সেথায় যেতো কি দেখা ?
১৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে যার,
৯ টির অধিক পদক দখলে তাঁর ।
তিনিই তো আবুল হোসেন সরকার ।
বঙ্গবন্ধুর সহচর,
বাংলা বেতারের গীতিকার,
অনন্য কবিতা আবিষ্কার হতো তাঁর ।
বলি আমি বারবার,
আজও আবুল হোসেন দরকার।