কি লিখি,
ভাষা খুঁজি ।
ছন্দ কি আসে,
মন মন্দ থাকলে ?
তবুও ঘষা, মাজা !
যদি এইবারে হয় রেজওয়ানের কবিতা সাজা ।
রাত বিরাতে খুঁজে ভাষা
রেজওয়ান বড়ই কনঠাসা।
ইনস্টিটিউট ম্যাগাজিনে,
লিখতে তার মন টানে ।
কিন্তু সে ছন্দের অনাটনে,
ছন্দ পথিক, ছন্দ খুঁজে ।