মোবাইল ডাটাটি অন করে,
ইমেল আর পাসওয়ার্ড টি দিয়ে,
ফেসুবকে লগ-ইন করে,
মানব আজ মূহুর্তে জগৎ ঘুরে !
নতুন এক রুপকথার পৃথিবী ফেসবুকে মিলে।
বন্ধু, পেজ,আর গ্রুপে আমার দেয়ালে স্ট্যাটাস জমে ঢিপে ! ঢিপে !
দিয়ে লাইক, লিখি কমেন্ট,
বেরে যায় স্ট্যাটাস মোমেন্ট !
ভাল-মন্দ, যাওয়া-আসা, বন্ধুদের খাওয়া-দাওয়া,
বেজায় তাদের ঘুরতে যাওয়া,
সবি দেখি ফেসবুক দেয়ালে,
যদি তারা পোষ্ট করে নিজ নিজ ওয়ালে !
বন্ধুর আপলোডের নতুন ছবি,
চেয়ে চেয়ে তখন আমি দেখি।
একটু চেয়ে কমেন্ট বাটনে,
দিয়ে একটি ক্লিক, লিখে দেই বন্ধুর ছবিতে ওয়াও ফ্যান্টাসটিক !
ম্যাসেজ, কলিং , ভয়েস চ্যাটিং ?
সবি আছে ম্যাসেঞ্জার এ্যাপে সেটিং !
৫বছর ধরে করে ফেসবুক ব্রাউজিং,
হয়েছি আমি অনেক চার্মিং !
রুপকথার এই রাজ্যে,
আমি পরিচয় হয়েছি
সমাজ বরেণ্য জনপ্রিয় প্রজাদের।
প্রিয় মানুষ হয়েছে পুলিশ সুপার,
এ কি এতোই সহজ ব্যাপার?
কিন্তু আহা ! রুপকথায় ঘটেছে তাহা !
পুলিশ সুপার ফারহাত স্যার,
লেখালেখি তাঁর অনেক বাহার !
পুলিশ সুপার বেজায় ব্যস্ত,
আহা তাতে কি ?
খনে খনে লেখালেখি তাঁরও আস্ত !
আপলোড দিয়ে কবিতা, ছড়া,
পোষ্ট হয় লাইকে ভরা !
হয় কমেন্ট, হয় শেয়ারিং,
এভাবেই ঘুরে ফেসবুক বিয়ারিং ।