কাব্য রস
অমর কাব্য

গদ্য যদি খাদ্য হয়
পদ্য কবিতার চয়ণে
শব্দ কেন রস হবেনা
অাপন ছন্দের ভিড়ে।

সে কবিতার রং হবে
থাকবে ছন্দ ঝংকার।
ইচ্ছে হলে পদ হাসবে কাঁদবে
হবে পাঠকের  হৃদয় ভার।