অন্দরমহল
অমর কাব্য
রোজ তো কাঁদি তোকে নিয়ে
সে অার নতুন কি
তুই তো সে চাঁদ-ঈ রইলি
কাছে কই অাসলি।
তোর স্নেহ নিয়ে কত জনা
করল কত নতুন কিছু
অামায় একটু স্নেহ দিতে
তোর হাজার অাপত্তি হেতু।
ঐ দূর যে মেঘ দেখাযায়
তার একটু পরে
যে গৃহ খানা ব্যাঙেরছাতার মত
অাছে মাটিতে নুয়ে।
সেখানে তে অামার বাসা
অামার বিলাস মহল
অাসলে পরে পাবি খুজে
তোর মিলনের অন্দরমহল।