অামার পদ্ম মেঘনা কর্ণফুলী
নোনা জলে ভরা
কেমন করে বন্ধু বল
তোরে দেব স্বারা।
অামার এই কূল ঐ কূল
দু' কূলে চলে ভাঙা গড়ার খেলা
স্থির হওয়ার ইচ্ছে প্রবল
জীবন ছন্ন ছেড়া।।
অামার মন যমুনায় স্রোত ভিষণ
দিশা হারা হৃদয়
কোন বেলা তে বসত গড়ি
নিস্ব: হওয়ার তাড়া।।।