অভিশপ্ত তুই স্রোতসিনী জলধারা
ভাসিয়ে নিয়ে গেলি দুখিনী কৃষিনীর স্বপ্ন
তোর কি একটু ও হলো না মায়া
ঐ রোদে পোড়া কঙ্কাল নিথর কৃষাণের জন্য।।
এমন করে যদি ভাসিয়ে নিবি তোর হিংস্র থাবাই
ঐ অবুজ শিশু টিকে কেন স্বপ্ন দেখালি
এই অামনে তার স্কুলের নতুন জামা হবে
কেন তবে দূর গৃহহীন বৃদ্ধার অন্ধের ঝষ্টি
কালো ষাড় টারে অকালে ভাসিয়ে নিলি।।
তোর থাবাই আজ যারা ঘোমায় বাঁধের ওপরে
কি দুষে তাদের মাথা গুজার টাই খানা হায়
নির্দয় নির্বাচারে নিলি এভাবে কেঁড়ে।।
তোর হিংশ্রতাই অাজ তাদের
করুণ মানবতর জীবন কাটে।।