অজরে পড়ছে সময়ের স্রোতে
তেজী প্রাণের মৃত ভত্স
চারদিকে ছড়ানো ছিটানো
মৃত প্রায় প্রাণের চিহ্ন।।
এই প্রাণ গুলোর অাশা ছিল
চাওয়া পাওয়ার স্বপ্ন ছিল
সবি হঠাৎ নিথর হলো
অসহ্য চাপের গতি থামলো।
যে গতি তিলে তিলে
রোজ বাড়ছে প্রাণ পানে
সে গতি হার মানালো
তেজ দীপ্ত প্রাণ নিল।।।
কে পারে সে প্রাণ ফিরে দিতে
কে পারে সে জোয়ার অাবার ফিরিতে।