নদীর ধারে সুখের সেলফি
রোজ তুলছে হেসে......
জোয়ার ভাটা ছাড়া কেমনে
দিন কাটছে তার,
ভেবো দেখো কোন ক্ষ্ণণে.....


তাহার পারে খুজছি তুমি
একটু সুখের সুধা
তোমার চাপে তিলে তিলে
বাড়ছে তার বুকে
নিরভে কষ্টের বুঝা,,,,,

ওপারে তার বিশাল ভাঙন
এ পারে তার জাগা  চর
কেমনে থাকবে সে বেঁচে
কেউ রাখ না খোজ।।।

ইচ্ছে হলে ইচ্ছে মত
করছ তারে দখল
এই ব্যাথার ও জবাব পাবে
ঘোর ভাঙলে তোর।