বাদল গৌরি করছে চুরি
নিল অাকাশের রূপের ঝুড়ি
মলিন মুখে শালিক জোড়া
ঝোপেড় অাড়ালে খুজছে বাড়ি।।
বাদল গৌরি দুষ্ট ভারি
সব নিয়ে যায় ভেঙে চোরি
দূর কৃষিনীর সোনার ফসল
ভাসাই শুধুই নেত্রবারি।।
গাঁয়ের বধুর ছেড়া শাড়ি
অাচঁল বেঝা বদন খানি
মাথা গোজার টাই খানিতার
নিল কারি বাদল গৌরি
বাদল গৌরি গুরে বেড়ায়
অাপন ঢঙে অাপন রঙে
পারেনা সে মুছে দিতে
কুমার পাড়ার মলিন হাসি।।।