দূর্মূল্যের বাজারে
অবিশ্বাস অাহারে
সবখানে মিশেগেছে
অমানবিক অাচারে।।
কেহ নেই পাশাপাশি
আপন হিসাবে
সবাই ভিজি আজ
নিজ অাকির গোছাতে।।
আমি পাশ তুমি পাশ
সব পাশ ঘুমে
বিবেকের তাড়না
আছে মহা ধুমে।।
এই হবে সেই হবে
সব কিছু কাগজে
রোজ কার থলেটা
অাজ বেশ শূন্যে।।