তুই সদা মিথ্যা হাসির অাড়ালে বন্ধি
তোর সাথে আমি প্রতিনিয়ত করি সন্ধি
মরে মরে বেঁচা থাকার মাঝে তুকে নিয়ে
সুখের তৃণলতা চারিপাশে খুজে ফিরি।।
অামার স্বপ্ন অামাতে, মরে বেঁচে রয়
তুই তো পাবিনা অামার স্বপনের খোজ!
হয়তো পুরাতন খাতার পাতায়, পাবি তোর নাম
দু এক খানা চিরকুট বা ছোট কবিতা।।
এই, ভাবতে পারিস সবি তোর,অাসলে তোর ছিল
মিছে অাজ সংসার সংসার খেলার ফন্দি
অানমনে আপন রঙে ফাঁসছিস তুই।।
অামার ক্যাম্পাস, রং তুলি ছেঁড়া নেকড়া
সবি অামি ফেলে দিয়েছি কর্ণফুলীর বুকে
স্বপ্ন অামার খুজে চলি তার নোনা বাঁকে।