হ-জ-ব-র-ল জীবন
রোজ রাতে সময় করে
তোর স্মৃতি গুলোর যত্ন নেই
কুটিয়ে কুটিয়ে দেখি সব
ঠিক তখনের মত অাছে কিনা।।।
সে মিথ্যা ছলনার মায়াবী হাসি
চোখের ইশারাই রহস্য ময় দুষ্টামি
ওষ্ঠ ছোয়ায় হৃদয়ের পারমাণবিক বিষ্পোরণ
এক এক করে সব কিছুই মনে করি।।।
অার সু-যত্নে গুছিয়ে রাখি
যেন কোন ভাবে মুছে না যায়।।।
রোজ সকালে নিয়ম করে
তোর ছবি খানই চোখ বুলায়
দেখি সেই নীল টিপ
সে টানা চোখ
সে ঘন চুল
গোলাপ পাপড়ি ঠোঁট
সবি ঠিক অাছে
শুধুই শুধুই ভয় পাই
এই বুঝি ছবি খানা নষ্ট হয়ে যাবে।।।
তুই তো চলে গেলি
আমায় নিয়মের মাঝে বন্ধি করে
অনিয়মের দেশে।।।
একা আমি নিয়ম করে চলি
হ-য-ব-র-ল জীবন নিয়ে।।।