তুমি তো বন্ধু হলেনা

........এম.এস.এইচ.রাহোল

তুমি তো বন্ধু হলে না

কিভাবে তোমায় রং চিনাবো

তুমি তো বন্ধু হলে না

কিভাবে তোমাকে অালো দেখাবো

অামার এখানে অনেক রং অাছে

ইচ্ছা মত নাম দিত পার

অামায় ছাড়া সে নাম

তুমি ভাবতে ও পারবেনা

এখানে এমন অনেক অালো অাছে

তোমার কখনো জানাও হবে না

তুমি তো বন্ধু হলে না।।।


অহমিকায় আর চাকচিক্যময় সময়ের খুজে

এই ক্ষুদ্র কবির কলমের ডগাই

একটি বার উচ্ছিষ্ট কালির

অগাছালো অাচঁড় হলেনা

তুমি তো অামার বন্ধু হলেনা

পিল্স একটি বার বন্ধু হউ

তোমার ঐ নেত্রবারি

অবিরাম বর্ষার স্রোতসিনী ধারা

মিথ্যা বলছিনা, রুখে দিব

বন্ধুত্বের অার শ্রদ্ধার বন্ধনে।