অামার ব্যস্ত তরী
চলছে ধীরে
ডুবল বুঝি হায়
কে অাছ ও হো কে অাছ
বাঁচাও তবে অামায়।।
এই আমার ভাঙা তরী
নাই কো সোনা ধান
একা আমি শূন্য মাঝি
কেয়া অামার জান।।
স্রোতসিনী তার হিংস্র থাবা
ভাঙ্গার খেলায় মত্ত
নিথর এই দেহ আমার
অামতে বড়ই ব্যস্ত।।।
ভাসছি অামি অকূল জলে
চারদিকে ঝাপসা
তার সাথে মেঘ নাচে
প্রাণভয়ে দুলে মনটা।।
সামনে বিশাল জলরাশি
পিছনে কালো মেঘ গিরী
শাঁখেরকরাত জেন চলছে
অামার ভাঙা তরী।।।।