এক টুকরো মেঘ আজি জমেছে
তোমার ঐ মনের অাকাশে
ঐ শশী বদন করছে অাড়াল
এক টুকরো মেঘ
এক টুকরো মেঘ আজি জমেছে
তোমার ঐ মনের অাকাশে।।
অাজ ঝরবে জল অজরে
ভাসাবে দু'কুল
অভিমান আর অনুরাগে
বিঝবে মনের বাড়ি
এক টুকরো মেঘ আজি জমেছে
তোমার ঐ মনের অাকাশে।।
ছিল কিছু ভুল
কিছুটা অগাছালো ভাব অাবেগ
সবি কি ছিল তাসের ঘর
এভাবে ভেঙে যাবে
এক টুকরো মেঘ আজি জমেছে
তোমার ঐ মনের অাকাশে
*****সংক্ষেপিত ****
বিঃদ্রঃ কপি রাইট সংরক্ষিত।।।