অমন করে দেখছিস কি?
নেত্রকোণের বারি
ও আমাদের রোজ আদরে
ঝরে দ্বিবা-রাত্রি
অমন করে দেখছিস কি?
চোখের নিচের কালি
ও অামাদের রোজ স্বপ্ন পোড়ার
এক মাত্র সাক্ষী
অমন করে খুঁজছিস কি?
মাথার ঘন কালো চুল
ও জীবনের অসহ্য চাপে
পিচ হারা নুড়ির মতন
খুজে দেখ, পাবি খুজে সব
ঐ প্রাসাদের ভিড়ে
প্রতি ইঞ্চি সভ্যতার সাথে
তিলে তিলে অাছে মিশে।।।