দুধ খাচ্ছে বিড়াল মাসী
পেটটা ভারী মোটা
চুপি চুপি নাক শুকছে
কান দুটি তার খাড়া।।
দেখলে পরে শান্ত হয়ে
লেজ গুঠিয়ে বসে
শিকার টা কেমনে ধরবে
অপলক সে ভাবে
গোঁফ জোড়া তার নাদুস নুদুস
চোখ জোড়া তার নিল
সাদার উপর অাবছা কালো
চামড়া টা তার ঢিল।।
ঘুম অাসলে দিব্যি ঘুমায়
পা গুলো জড়ো করে
ক্ষেপালে পরে বেজায় রাগে
ঝাপটা মারে জোড়ে।।।