প্রতি এক খানা আইল
প্রতি দুই খানা জমিন
দিয়েছে ব্যবধান করে।
প্রতি এক খানা জীবন
দুই খানা ক্ষ্ণণ
দিয়েছে মূল্য গড়ে।।
সৃষ্টিতে যার মূল্য অঢেল
শেষ অন্তরাই শূন্য
শূন্য নিয়ে যা কিছু শুরু
পূণর্তা পেয়ে হয় গণ্য।।
যে চোখ খানা কর্মে ক্ষয়েছে জ্যোতি
ঝাপসা তার হিসাবের গতি
ঢিলেঢালা ব্যস্ততায় জীবন গড়া
স্বপ্নবিলাস পরিবর্তনের জন্য।।