সূর্য আমার লক্ষী ভাই
এবার তবে ওঠ
জল জনতা ধরছে ঘিরে
মুক্ত কর অপ স্রোত।
রাগ করে অার মেঘ অাড়ালে
থাকিস না অার তুই
তোকে ছাড়া অন্ধকার সব
নষ্ট বাদল তট।
স্যাঁতসেঁতে সব বৈরী বড্ড
ভাল্লাগেনা কিচ্ছু
দহনে বদ কর উগ্র বারি
দীপ্ত পৃথ্বী রশ্মি।
অত্ত দূরে থাকলে পরে
গলে পঁচে যায় স্বপ্ন
কৃষিনীর ঐ খাঁচা সোনা ধান
মনোরথ গোলার স্বপ্ন।
লক্ষী ভাই হাতটা সরা
বদন খানি দেখি
রোজ খেটে খাওয়া মানুষটার
মুছে দে নেত্রবারি।
অাসলে পরে সোনা ধান দেব
দেব সাদা মানুষের কপালের ঘাম
ক্লান্ত হলে স্বপ্ন দিব
কাজলা দিদির এক কলি গান।
****বরষার অায়োজন ****