থৈথৈ বরষায়
ফণী দোড়ায় শালকী
ব্যাঙ করে উৎপাত
পিপীলিকার দুমকি।
নদী করে গর্জন
বায়ু দেয় হুমকি
অালো কয় এই বার
আমি কে বুঝবি।
চারিপাশ বৈরি
ভানু গেছে বেড়াতে
জলস্রোত বাজী ছড়ে
গজ ন্যয় বাঢী চালে।
কেরোসিন দ্বিপ খানা
জ্বলছে মিন মিন
গৃহ বধুর ভেজা অাচঁল
কাঁপছে শিন শিন।।
তরুরাজ, পিক,কুল ভেসে সব চলছে
অাঁধিয়ার কুমারী আঁখি নীর দিচ্ছে
এই পেয়ে বর্ষা সোনায় সোহাগা
তীর,গাঁ,জনপদ সব টেনে নিচ্ছে।
****বরষার অায়োজনে ****