যদি পার
আর একবার এসো
এই বুকের ভেতরে মাথা গুজে
গোমড়ে কেঁদে যেও।
সে এক বিষণ্ণ সুখ
সে এক বিষন্ন যন্ত্রনা
তুমুল আবেগ ময় সময় অনূভুতি
তা নিয়ে এগিয়ে যাব
শেষ তরীর কিনারায়
শেষ পথের, হয়তো শেষ পথিক নয়,
অনন্ত কালের-ঈ পুঞ্জমেঘের ভিড়ে।