লেজ হীন কালো বিড়াল
চুপ চুপি হঁটে
স্বারাক্ষণ নাক সুঁখে
ভাজা মাছের গন্ধে।
উভচর নয় সে
নিসচরে টিকটাক
সকল স্তরের খাদক
অকারনে খুব ডাকে।
মুখ গুজে চোখ বুজে
ঘুম দেয় অাহারে
খিদে যেন রোজ তার
বেড়ে যায় কেমনে।
ছিটকে ছিড়বে
গোঁফ তার ভিজবে
মনে মনে ফন্দি
গৃহস্থী কাবে যাবে।
পেটে তার অাঠে না
লোভ তবু মিঠেনা
যতপায় তথচায়
নায় তার গৃণনা।।।
বিঃদ্রঃ আমাদের সমাজে আমরা কিছু কালো বিড়াল লালন করে বড় করে তুলি,তারা পরে অামাদের সব ভাজ মাছ একা খেয়ে নিয়ে উপরন্তু অভিশাপ দেয়,,,,যেন সব সময় এভাবে খেয়ে যেথে পারে,,,,আমি &অাপনি চলুন সচেতন হয় এদের বিরুদ্ধে।।।