ডাক্তার দের যেমন অসুখ হওয়া স্বাভাবিক
তেমনি কবি দেরও অসুখ হয়
বিষয় ইহা তাহাদের অসুখের ঔষধ আছে
কবিদের অসুখের ঔষধ নেই।
তবে তা মাপার জন্য থার্মো,পেশার যন্ত্রও নেই
তা কবির লেখা দেখে বুঝতে হয়।
ভাবনা আর ছন্দ মিলে
ভাবরস কম পাওয়া যায়।
আজ আমার অসুখ
তাই আপনাদের সেবা পাওয়া ছাড়া
আর কোন শব্দ বা ছন্দ ঝংকার নয়।
কবিতা লেখা টা মূখ্য কোন বিষয় নয়।
পেশাদারিত্বের পার্রফরমের দায়বদ্ধতা আছে,
অামার কিন্তু তা নেই।
আমি শৌখিন কবি,অসুখ হলে
রিজার্ভ বেঞ্চে মুখ গুজি
আপনাদের কয়েকখণ্ড কবিতা পড়ি
ওতে আমার অসুখ সেরে যায়।
আজ কবির অসুখ
কবিতা কিন্তু সুন্দর ছিল
কিছু বিষয় অাজন্ম সুন্দর
তা কিন্তু কবির অহংকার
আপনাদের ভালবাসা,সেতো অলংকার
আজ কবির অসুখ