তুমি যদি চলে না যেথে
দেখতে পেতুম না ভালবাসার বীভৎস রূপ
তোমায় আবার ও ধন্যবাদ।
যদি গুম না ভাঙ্গাতে বোঝতে পারতাম না
কত গভীররে চোরাবালির বুকে বেধেছি স্বপ্ন,
তোমায় আবারও ধন্যবাদ।
তোমার চলে যাওয়ায় নিদ্রাহীন হলেও
এখন অনায়াসে পার্থিব-অপার্থিব নিয়ে লিখতে পারি,
তোমায় আবারও ধন্যবাদ।
তুমি শুধু ভুল দেখিয়ে দাওনি,বরং শিখিয়েছ,
নিপুণ ছলনা কিভাবে ভালবাসা নামে চালিয়ে দেওয়া যায়,
তোমায় আবারও ধন্যবাদ।
অনবধ্য কোন কবিতা দাওনি,তাতে কি!
অাসাধারন বিরহী কাব্য দিয়েছ, শেষ নিশ্বাসেও যে হবে সঙ্গী,
তোমায় আবারও ধন্যবাদ।
তোমার চোখের পাতা, যদি না উল্টাতে,দেখতাম-ই না,
ঐ মায়াবী নয়ন তারার অাড়ালে, বিষধর সর্প বাস,
তোমায় আবারও ধন্যবাদ।
তোমায় যা দিয়েছি,তা দিয়েছি উজাড় করে,
তুমিও কম দাওনি দু'হাত ভরে,দুঃস্বপ্ন, বিষাদ, ব্যথা,
তোমায় আবারও ধন্যবাদ।
যদি তুমি শিখিয়ে না দিতে কর্পোরেট ভালবাসা কি?
তোমায় নিয়ে লেখা হতো না,
তোমায় আবারও ধন্যবাদ।