অকৃতকর্মা মমতা স্নেহ
অকূল পাথরে ছড়ালাম
অনেক প্রত্যাশা ভরা
অজস্র স্বপ্নের লাশঘরে।
অন্তত সে রবে
অনাদিকাল সঙ্গী হয়ে
অমর লাভের জন্য নয়,
অকাল লাগবের তরে।
অন্তরঙ্গ হলো অন্তরাল
অনুমতি-জ্ঞাপন নিস্ব-প্রয়োজন
অনুবাসিত অনুপম দু'জনার,
অনুগত অস্তির অনুকম্পা
অনিমন্ত্রিত-ভাবে অনিদ্র সঙ্গী
অনাবৃষ্টি ভূমিতে নোনাজল
অনাচারীর অধর্ম চর্চা,
অচিন, অথৈ অদৃষ্টলিখন।