আমার যা ছিল
      তোমায় দিয়েছি উজার করে
                 তুমি ও দিয়েছ অনেক।

ভালবাসা অামার তুচ্ছ
       তোময় রাঙাতে পারিনি মনেরমত
                  তুমি আমাকে রাঙিয়েছ।

যারা পেয়েছে অনেক
        তাদের অারেকটু বেশি চাই
               অন্যরা অল্পতে সন্তুষ্ট।

রবি আর সোম
    যোজন জীবন কাল দূরত্ব
         অমাবস্যা মিলন তারপরও।