সেদিন এর অপেক্ষারত
তুমি তো সেদিন এলে না
আমরা সবাই মেঘের সাথে ভেসে বেড়িয়েছি
তুমি তো সেদিন এলে না
জল কণা কিভাবে বাষ্প হই আমরা দেখেছি
তুমি যদি আসতে,তবে দেখতে
আমরা শুধু মেঘকে কালো বলে জানি,আসলে তা নয়।
তুমি যদি আসতে,তবে দেখতে
আরো কত স্বপ্নিল রঙে, সে রাঙা।
তুমি যেদিন আসবে, সেদিন দেখাবো
মেঘ কিভাবে জলরাশিকে বুকে টেনে নেয়।
তুমি যেদিন আসবে, সেদিন দেখাবো
সবুজ সমারোহ কিভাবে খুঁজে নিয়ে অজরে ঝরে।
তুমি সেদিন কাঁদবে
এত যন্ত্রনা কিভাবে তারা ভয়ে বেড়ায়।
তুমি সেদিন বলবে
এমন করে ও কি জীবন অকারণে ক্ষয়?
তুমি,আমি,আমরা সেদিন এর অপেক্ষারত।।।।