হাঁ-হুঁতাশ
যা কিছু পেয়ে পেলাম
তা অতিশয় ক্ষুদ্র
যা কিছু অ-প্রাপ্তি রয়ে গেল
তা কি ছিল খুব বড়?
নিতান্ত তাহা পেয়ে গেছি আহা:
ভুলে গেছি পাশ্চাৎপদ।
অপূর্ণতা আহাঃ পায়নি যাহা
হাঁ-হুতাশ পুনঃপুনঃ
কত তিল তাল করেছি
নির্বোধ অবুঝের ন্যয়
অপাত্রে ধান করেছি দান
হৃদয় ভেঙ্গেছে কত শত
প্রাপ্তি গুলো অবহেলায় মূর্ছা নিয়েছে
কিছুই রহিল না লেশ মাত্র
অ-প্রাপ্তির বিন্যাস বড্ড বেশি পেয়েছে যত্ন
বালির বুকে জলের মতো