তারপরও লিখি
এম.এস.এইচ.রাহোল
তোমাদের কবিতায় কত রং কত গন্ধ
কত বর্ণ কত ছন্দঃ
আছে ভাব ও ভাবনার অন্তমিল
আমার কবিতায় শুধু কঠিন পাথরের ঝলসানো ধুলো
তোমাদের কবিতায় হাজার সুখের প্রলেপ,
কল্পনার অমরাবতী
আমার কবিতায় বিচ্ছিন্ন যানের শুধু
পোড়া কার্বন-মনোঅক্সাইড।
তোমাদের কবিতা ভাবরসে টইটুম্বুর
কল্পনার সব রঙে
আমার কবিতা সেই জীর্ণ, সেই এক ঘেয়ে সুর।
তোমাদের কবিতা মানুষ কে হাসাই-কাদাঁয়,
ভাসায় আনন্দ-বেদনার অশ্রুতে।
আমার কবিতা বড্ড বেশি কটমটি
রুক্ষতা ঘিরে থাকে চারপাশে।
তারপরও লিখি, লিখতে হয় নিছক
তারপরও জীবন, জীবন নিবাসী নিগ্রহ