কোটার স্রোতে, শত মেধা যায় ভেসে ভেসে
সাথে যায় ভাগ্য জাতির দূর দেশে দেশে
তারুণ‌্যের পথ রুদ্ধ করে, কোটা চলে হেসে
নিরুপায় হয়ে, সিভি হাতে লয়ে মেধাবিরা পাগল বেশে।

এক হাত আগালে মোরা, পরি যে পিছায়ে দশ হাত
কারণ আজ পাইনু খুঁজিয়া, মোরা যে বীরের জাত!
অনেক বছর হয়েছি স্বাধীন, কোথা তার দাম
ধ্বংশের পথে চলছে স্বদেশ, ভয়াবহ পরিনাম।

ফোঁটা ফোঁটা পানি দিয়ে যদি সাগর সৃষ্টি হয়
কত ফোঁটা রক্ত হলে তবে, মেধার হইবে জয়
কে আছো তরুণ, রাজটিকা অরুণ, স্বপ্ন নিয়ে হাতে
হটাও আঁধার ডাকবে আবার, টুনটুনি ভোর রাতে।

এ পথ বন্ধ কর, চারিদিকে সীমাহীন হতাশা
শান্তনা বলে নেই যে কিছু, পথে পথে ভ্রান্ত আশা
সম্ভাবনার দ্বার এখনো খোলা, তাই জানাই আহ্বান
বৈষম্য সব বন্ধ কর, রাখ অটুট স্বাধীনতার মান।

(farukier@gmaill.com)

(রচনাকালঃ ২৫-০৬-১৩
প্রকাশকাল: ৭ শ্রাবন ১৪২০ (২২-০৭-২০১৩) সোমবার  
সময়: দুপুর ০২:০৫ মিনিট)